017 44 682651

24/7 সমর্থন

0আপনার কার্ট৳ 0.00

কার্ট (0)

কার্টে কোনো বই নেই!

এই ওয়েবসাইটে প্রবেশ এবং কেনাকাটা করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তসমূহ মেনে চলতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে আমাদের সেবাসমূহ ব্যবহার করার পূর্বে নিচের শর্তসমূহ মনোযোগসহকারে পড়ুন।

১. 📚 পণ্যের তথ্য ও প্রাপ্যতা
পয়স্তি প্রকাশন ওয়েবসাইটে প্রদর্শিত বই ও অন্যান্য পণ্যের তথ্য যথাসম্ভব নির্ভুলভাবে উপস্থাপন করা হয়।

কোনো পণ্যের প্রাপ্যতা ওয়েবসাইটে দেখানো থাকলেও সেটি স্টকে না-ও থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা গ্রাহকের সাথে যোগাযোগ করে অর্ডার বাতিল কিংবা আংশিক ডেলিভারি বা রিফান্ডের ব্যবস্থা করব।

২. 💳 মূল্য ও পেমেন্ট
ওয়েবসাইটে উল্লিখিত সকল মূল্য বাংলাদেশি টাকায় (BDT)।

আমরা বিকাশ, নগদ, রকেট, ডেবিট/ক্রেডিট কার্ড ও ক্যাশ অন ডেলিভারি সহ বিভিন্ন পেমেন্ট মাধ্যম গ্রহণ করি।

কিছু নির্দিষ্ট পণ্যের জন্য অগ্রীম মূল্য পরিশোধ বাধ্যতামূলক হতে পারে।

৩. 📦 অর্ডার নিশ্চিতকরণ ও বাতিল
আপনার অর্ডারটি আমাদের পক্ষ থেকে যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত করা হয়।

পয়স্তি প্রকাশন যেকোনো অর্ডার গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

অর্ডার কনফার্ম হবার পরেও যদি কোনো পণ্য প্রাপ্য না থাকে, তাহলে গ্রাহককে অবহিত করে রিফান্ড বা বিকল্প সমাধান প্রদান করা হবে।

৪. 🔁 রিটার্ন ও রিফান্ড
ত্রুটিপূর্ণ, ভুল বা প্রিন্ট সমস্যাযুক্ত পণ্য আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন করা যাবে।

রিটার্নের শর্তাবলী এবং রিফান্ড প্রক্রিয়ার বিস্তারিত জানতে রিফান্ড পলিসি পড়ুন।

ডেলিভারি চার্জ ও অফার-সংশ্লিষ্ট কিছু অর্থ রিফান্ডযোগ্য নয়।

৫. 🔐 ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা
আপনার প্রদানকৃত ব্যক্তিগত তথ্য (নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল ইত্যাদি) আমরা নিরাপদে সংরক্ষণ করি এবং তৃতীয় কোনো পক্ষের সাথে শেয়ার করি না।

আমাদের প্রাইভেসি পলিসি বিস্তারিত জানতে অনুগ্রহ করে পড়ুন।

৬. ⚖ কপিরাইট ও মালিকানা
এই ওয়েবসাইটের সকল কনটেন্ট (লেখা, ছবি, লোগো, ডিজাইন ইত্যাদি) পয়স্তি প্রকাশনের মালিকানাধীন।

আমাদের পূর্বানুমতি ছাড়া এসব কনটেন্ট আংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, কপি বা পুনঃপ্রকাশ করা আইনত দণ্ডনীয়।

৭. ⚠ শর্তাবলীর পরিবর্তন
পয়স্তি প্রকাশন যে কোনো সময় এই শর্তাবলী সংশোধন বা পরিবর্ধন করতে পারে।

শর্তাবলীর হালনাগাদ সংস্করণ ওয়েবসাইটে প্রকাশের পর থেকেই কার্যকর হবে।